CECP015 - রেজাল্ট শীট


একটি রেজাল্ট শীট তৈরী করতে হবে যেখানে স্টুডেন্ট এর নাম এবং এক অথবা এক এর অধিক সাবজেক্ট নম্বর ইনপুট নিবে।

এখন স্টুডেন্ট এর মধ্যে যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে তার নাম ও তার সব সাবজেক্ট এর নাম্বার এবং সকল সাবজেক্ট নম্বর এর যোগফল প্রথমে থাকবে। তারমানে, যে নাম্বার বেশি পাবে সে তালিকার প্রথমে আর আসবে তারপর এই ভাবে ক্রমান্বয়ে চলতেই থাকবে, তাহলে সবচেয়ে কম নাম্বার যে পেয়েছে তাকে সবার শেষ দেখা যাবে।

ইনপুট

প্রথম লাইন এ দুইটি সংখ্যা ইনপুট হবে যার প্রথম টি স্টুডেন্ট সংখ্যা এবং দ্বিতীয়টি সাবজেক্ট সংখ্যা। তারপরের স্টুডেন্ট সংখ্যক লাইনে, স্টুডেন্ট নাম ও একটি করে স্পেস দিয়ে নাম্বার ইনপুট হবে। স্টুডেন্ট সংখ্যা ১ থেকে ১০০০ এবং সাবজেক্ট সংখ্যা ১ থেকে ১৫ হতে পারে।

আউটপুট

যতগুলো স্টুডেন্ট আছে তাদের জন্য আলাদা আলাদা লাইন হবে। প্রতিটি লাইন এ একটি করে স্টুডেন্ট এর নাম তারপর একটি করে স্পেস রেখে, সাবজেক্ট নাম্বার এবং সবশেষে সেই স্টুডেন্ট এর প্রাপ্ত নম্বর এর যোগফল।

প্রব্লেম সেটার: সাগর সরকার



0 comments:

Post a Comment