CECP - নামতা শিক্ষা

নামতা শিখতে কার না কষ্ট হয়েছে। মুখস্থ, মুখস্থ আর মুখস্থ। বিশিষ্ট কম্পিউটার প্রোগ্রামার জুবায়ের চায় না তার সন্তানকে বই থেকে নামতা মুখস্থ করতে হোক। সে ভেবে রেখেছিলো সময় পেলেই সে একটি প্রোগ্রাম তৈরী করে ফেলবে যা কোন সংখ্যা ইনপুট দিলেই তার নামতা আউটপুট দিবে। যেমন, যদি ইনপুট দেওয়া হয় ১০০ তাহলে আউটপুট হবে ১০০x১=১০০, ১০০x২=২০০,.....
১০০x১০=১০০০।

সময়ের অভাবে জুবায়ের এটা বানাতে পারেনি, অথচ তার সন্তান বড় হয়ে যাচ্ছে। আপনি কি জুবায়েরকে সাহায্য করতে পারেন?

ইনপুট

প্রথম লাইনে একটি মাত্র ইন্টিজার বা পূর্ণ সংখ্যা T ইনপুট হবে যা টেস্ট কেস সংখ্যা নির্দেশ করবে। এর পরে T সংখ্যক লাইনে প্রতি লাইনে ১ টি করে পূর্ণ সংখ্যা m ইনপুট হবে।
১<=T<=১০০; ১< m <= ২^৩১;

আউটপুট
T সংখ্যক আউটপুট হবে। প্রত্যেক টেস্ট কেসের জন্য প্রথমে কেস নম্বর ও তারপর ১০ টি করে লাইন প্রিন্ট হবে। অর্থাৎ প্রত্যেক টেস্ট কেসের জন্য মোট ১১ টি লাইন প্রিন্ট হবে। আউটপুট ফরম্যাট হবে:

Case x:
m * i = a

যেখানে x হবে কেস নম্বর, i হবে 1 থেকে 10 পর্যন্ত এবং a হবে m ও i  এর গুনফল। ভাল করে বোঝার জন্য স্যাম্পল ইনপুট আউটপুট দেখুন।

Related Posts:

  • C এর শুরুটা কিভাবে ? C একটি অত্যন্ত জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর নাম। আর প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হল যা দিয়ে কম্পিউটার প্রোগ্রাম তৈরি করা হয়। C জনপ্রিয় হবার কারণ হচ… Read More
  • এক্সেকিউশান ও রান : Execution ও Run প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর জগতে execution কথাটির অর্থ হচ্ছে কোন কোড সেগমেন্ট বা কোন স্টেটমেন্ট এ যে ইন্সট্রাকশন বা নির্দেশনা থাকে তা মেশিন কর্তৃক সম্প… Read More
  • C স্টেটমেন্ট : statement কি? C ভাষায় কোন প্রোগ্রামে উপস্থিত একটি পূর্ণ নির্দেশনাকে বলা হয় স্টেটমেন্ট। স্টেটমেন্ট হচ্ছে অনেকটা C ভাষার বাক্যের মত। অর্থাৎ, একটি স্টেটমেন্ট দ্বারা … Read More
  • স্কোপ : C ভাষায় Scope এর ধারণা যারা প্রোগ্রামিং ভাল করে বুঝতে চান স্কোপ সম্পর্কে ধারণা থাকা তাদের জন্য আবশ্যিক। স্কোপ হচ্ছে একটি এলাকা। স্কোপ হচ্ছে এমন একটি এলাকা যে এলাকায় কোন ভ্… Read More
  • C এক্সপ্রেশন : Expression এক্সপ্রেশন শব্দের অর্থ অভিব্যক্তি। এমন কিছু আচার আচরণ, ইশারা ইঙ্গিত, কথাবার্তা, শব্দ, মুখভঙ্গি যা আমাদের মনের একটি নির্দিষ্ট ভাব প্রকাশ করে তাই হচ্ছে… Read More

2 comments: