এক্সেকিউশান ও রান : Execution ও Run

প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর জগতে execution কথাটির অর্থ হচ্ছে কোন কোড সেগমেন্ট বা কোন স্টেটমেন্ট এ যে ইন্সট্রাকশন বা নির্দেশনা থাকে তা মেশিন কর্তৃক সম্পাদিত হওয়া।

তবে আমরা আমাদের লেখায় এক্সেকিউশানকে একটু ভিন্ন অর্থে ব্যবহার করবো।

সম্পূর্ণ প্রোগ্রাম এক্সেকিউট করাকে আমরা বলবো রান (Run) করা। আর প্রোগ্রামের কোন কোড সেগমেন্ট বা অংশ বিশেষকে এক্সেকিউট করাকে আমরা বলবো এক্সেকিউশান বা এক্সেকিউট করা।

কাজেই আমাদের আলোচনায় আমরা একটি পূর্ণ প্রোগ্রামকে রান করবো, আর কোড সেগমেন্ট কে এক্সেকিউট করবো।

আশা করি, বিভিন্ন পোস্টে যখন এক্সেকিউট আর রান শব্দ দুইটি ব্যবহার করা হবে, তখন আর বুঝতে সমস্যা হবে না।

0 comments:

Post a Comment