CECP004 - রাশিচক্র


রাশিচক্রের সাথে সবাই কমবেশি পরিচিত। মানুষের জন্ম তারিখের উপর ভিত্তি করে তার রাশি নির্ধারণ করা হয়। কারো জন্ম যদি একটি নির্দিষ্ট তারিখ রেঞ্জের মধ্যে হয়, তাহলে তাকে একটি নির্দিষ্ট রাশির জাতক/জাতিকা বলা হয়। যেমন, জন্ম যদি

১৬ এপ্রিল - ১৫ মে হয়, রাশি হবে Aries বা মেষ,
১৬ মে - ১৫ জুন হয়, রাশি হবে Taurus বা বৃষ,
১৬ জুন - ১৫ জুলাই হয়, রাশি হবে Gemini বা মিথুন,
১৬ জুলাই - ১৫ আগষ্ট হয়, রাশি হবে Cancer বা কর্কট,
১৬ আগষ্ট - ১৫ সেপ্টেম্বর হয়, রাশি হবে Leo বা সিংহ,
১৬ সেপ্টেম্বর - ১৫ অক্টোবর হয়, রাশি হবে virgo বা কন্যা,
১৬ অক্টোবর - ১৫ নভেম্বর হয়, রাশি হবে Libra বা তুলা,
১৬ নভেম্বর - ১৫ ডিসেম্বর হয়, রাশি হবে Scorpio বা বৃশ্চিক,
১৬ ডিসেম্বর - ১৫ জানুয়ারি হয়, রাশি হবে Sagittarius বা ধনু,
১৬ জানুয়ারি - ১৫ ফেব্রুয়ারি হয়, রাশি হবে Capricorn বা মকর,
১৬ ফেব্রুয়ারি - ১৫ মার্চ হয়, রাশি হবে Aquarius বা কুম্ভ,
১৬ মার্চ - ১৫ এপ্রিল হয়, রাশি হবে Pisces বা মীন।

Tûshar কিছুদিন হল রাশিচক্র সম্পর্কে জেনেছে। এখন সে সবাইকে তাদের জন্মতারিখ জিজ্ঞেস করে এবং এই তালিকা থেকে তার রাশি বের করে।

আপনাকে এমন একটি প্রোগ্রাম তৈরী করতে হবে যাতে তুষার একটি জন্মতারিখ ইনপুট হিসেবে দিলে, আউটপুট হিসেবে রাশির নাম পাবে।

ইনপুট

দিন-মাস-বছর এই ভাবে জন্মতারিখ ইনপুট দেওয়া হবে। যেমন, ০১ জানুয়ারি ২০০১ যদি কারো জন্মতারিখ হয় তাহলে ইনপুট হবে, 01-01-2001।

আউটপুট

নির্ভুল জন্মতারিখের জন্য উপরের তালিকায় দেওয়া রেঞ্জের রাশির নামটি আউটপুট দেওয়া হবে। যদি জন্মতারিখ ত্রুটিপূর্ণ হয় তাহলে আউটপুট হবে "Not Possible"।

sample input 1
15-09-1986

sample output 1
Leo

sample input 2
29-02-2016

sample output 2
Aquarius

sample input 3
31-09-1999

sample output 3
Not Possible


প্রব্লেম সেটার: হাসিবুল হাসান হাওলাদার

0 comments:

Post a Comment